তিনি একজন ইসলামীক স্কলার এবং দায়ী ইলাল্লাহ।
তিনি একজন ইসলামীক স্কলার এবং দায়ী ইলাল্লাহ।
মুফতি গোলাম রাব্বি আল মাহমুদী — সংক্ষিপ্ত পরিচিতি
ধর্মচর্চা, জ্ঞান-অন্বেষণ ও দাওয়াতি কাজে নিবেদিতপ্রাণ এক আলোকিত নাম— ডক্টর মুফতি গোলাম রাব্বি আল মাহমুদী।
জন্ম: ২৫ জানুয়ারি ২০০১, কাহালু থানা, বগুড়া জেলা।
পিতা: মোঃ সাদেক আলী শেখ
মাতা: মাহফুজা বিবি
---
শিক্ষাজীবন
হেফজুল কোরআন:
শৈশবেই আশরাফুল উলুম মাদ্রাসায় হেফজ সমাপ্ত করেন এবং সমাপনী পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
কিতাব বিভাগ থেকে দাওরায়ে হাদিস:
কিতাব বিভাগের প্রাথমিক অধ্যয়ন শুরু করেন কারবালা মাদ্রাসায়; পরবর্তীতে জামিল মাদ্রাসা, বগুড়া। পরিশেষে যাত্রাবাড়ী মাদ্রাসা, ঢাকায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন— যেখানে প্রতিটি সমাপনী পরীক্ষায় অর্জন করেন গোল্ডেন প্লাস।
ইফতা (ইসলামিক উচ্চতর আইন বিভাগ):
ঢাকার মারকাজুস সুন্নাহ থেকে ইফতা সম্পন্ন করেন বিশেষ কৃতিত্বের সাথে— এখানেও পান গোল্ডেন প্লাস।
আধুনিক শিক্ষায় পারদর্শিতা:
ধর্মীয় জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতেও সমান দক্ষ। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভেলপার, এবং সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রিধারী।
---
বর্তমান কর্মক্ষেত্র
১) প্রতিষ্ঠাতা – আল ফিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশ
মানবসেবামূলক কর্মসূচি ও সমাজ সংস্কারে নিবেদিত একটি অগ্রণী প্রতিষ্ঠান।
২) বিধর্মীদের মাঝে দাওয়াতি কার্যক্রম
জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সত্যের পথে আহ্বান ও ইসলামের শাশ্বত বাণী পৌঁছে দেওয়াকে তিনি তাঁর জীবনের এক মহৎ লক্ষ্য হিসেবে ধারণ করেছেন।
---
আমাদের জ্ঞানে এ পর্যন্তই তাঁর পরিচয়ের দিগন্ত উন্মোচিত হলো। ভবিষ্যতে আরও তথ্য প্রাপ্ত হলে আপনাদের যথাসময়ে অবহিত করা হবে— ইনশাআল্লাহ।
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
সিলেট-৩ দক্ষিণ সুরমায় বিএনপির গণসমাবেশ, কাইয়ুম চৌধুরীকে প্রার্থী ঘোষণার দাবি
October 28, 2025
Comments 0